রাঙ্গামাটির জীবতলীতে সেনা টহল ও হয়রানি

হিল ভয়েস, ২৮ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: গত ২৬ অক্টোবর ২০২৪ রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে সেনাবাহিনীর টহল অভিযান পরিচালনার সময় জুম্ম গ্রামবাসীদের বাড়িতে তল্লাসি, জিনিসপত্র তছনছ ও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঐদিন আনুমানিক সকাল ১০টার দিকে জীবতলী ইউনিয়নের গবঘোনা সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওগোয়াছড়ি ও পেরাছড়া মুখ এলাকায় টহল অভিযান পরিচালনা করে।

এসময় সেনা সদস্যরা দুই জুম্মর বাড়ি ঘেরাও করে তাতে তল্লাসি চালায়, জিনিসপত্র তছনছ করে এবং হয়রানিমূলকভাবে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। ভুক্ত দুই গ্রামবাসী হলেন- ১. আথোয়াই মারমা (৫০), পীং-অজ্ঞাত ও ২. নিতাই প্রু মারমা (৫২), পীং-অজ্ঞাত।

এরপর সেনা সদস্যরা ওগোয়াছড়ি বৌদ্ধ বিহারে গিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর পেরাছড়া মুখ পাড়ায় চলে যায়। পেড়াছড়া মুখ পাড়ায় গিয়ে সেনা সদস্যরা চিলা প্রু মারমা নামে এক গ্রামবাসীর দোকানেও ব্যাপক তল্লাসি চালিয়ে হয়রানি করে। এছাড়া আশেপাশের জুম্ম গ্রামে টহল অভিযান চালায়।

এসময় এলাকার জুম্ম জনগণের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়।

More From Author