হিল ভয়েস, ১৪ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: গতকাল (১৩ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের একটি জুম্ম গ্রামে টহল অভিযান চালিয়েছে।
এসময় সেনা সদস্যরা বিনা অনুমতিতে ও বিনা পয়সায় এক জুম্ম গ্রামবাসীর মাল্টা বাগানে প্রবেশ করে ইচ্ছেমত মাল্টা খেয়েছে এবং অরো অনেক মাল্টা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকাল ৫টার দিকে মগবান ইউনিয়নের গবঘোনা সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন বখতিয়ার এর নেতৃত্বে ১৫ জনের একটি সেনা টহল দল ইউনিয়নের দোগায়্যা পাড়া গ্রামে টহল অভিযান পরিচালনা করে। এসময় সেনা সদস্য এক জুম্ম বাগান চাষীর মাল্টা বাগানে প্রবেশ করে মাল্টা ইচ্ছেমত খায় এবং নষ্ট করে। সেখানে সেনা সদস্যরা প্রায় ২ ঘন্টা যাবৎ অবস্থান করে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই বাগান চাষীর নাম চিরঞ্জীব চাকমা (৪০), পীং-মৃত দয়া মোহন চাকমা।