হিল ভয়েস, ১৩ জুলাই ২০২৪, বান্দরবান: যৌথবাহিনী কর্তৃক পরিচালিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিরোধী অভিযানে বান্দরবান জেলার রুমা থেকে আরও ৫ বম গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (১২ জুলাই) গ্রেপ্তারকৃতদের বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যৌথবাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃতদের কেএনএফ সদস্য হিসেবে প্রচার করা হলেও, ভুক্তভোগীরা প্রকৃতপক্ষে নিরীহ গ্রামবাসী বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- লালচন সাং বম (৪৮), লাল সিয়াম থাং বম (৩৮), লাল পিয়ান সাং বম (৩৬), লালহিম সাং বম (৩৭) ও সং লিয়ান বম (২৫)। তারা সকলেই রুমা সদর উপজেলার লাইরুনপি পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, যৌথবাহিনী প্রকৃতপক্ষে গত ৮ জুলাই উক্ত গ্রামবাসীদের আটক করলেও গত বৃহস্পতিবার (১১ জুলাই) আটক করেছে বলে মিথ্যা প্রচার করে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ কর্তৃক রুমা ও থানচিতে ব্যাংক এবং রুমা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি আগ্নেয়াস্ত্র লুটের ঘটনার ফলে ৭ এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কেএনএফের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। অভিযানের পর কেএনএফ’এর বিরুদ্ধে তেমন কোনো সফলতা দেখাতে না পারলেও, অভিযানের দোহাই দিয়ে যৌথবাহিনী এপর্যন্ত একজন শিশুসহ ১২ জন নিরীহ বম ব্যক্তিকে হত্যা করেছে এবং গত জুন পর্যন্ত গর্ভবতী নারী ও শিশুসহ ১১১ জন নিরীহ বম গ্রামবাসীসহ এ নিয়ে ১১৬ জন বম ব্যক্তিকে গ্রেপ্তার করলো।