হিল ভয়েস, ২৯ জুন ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের দুই জুম্ম গ্রামবাসী জুরাছড়ি উপজেলা সদরে গিয়ে গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সদস্য কর্তৃক আটকের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গতকাল ২৮ জুন ২০২৪, সন্ধ্যা ৭ টার দিকে জুরাছড়ি উপজেলা সদরে।
ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ভিতরে বালুখালী গ্রামের অধিবাসী পাত্তর মনি চাকমা (৪৭), পীং-ইন্দ্র লক্ষ্য চাকমা ও টুক্কু মনি চাকমা (৩৬), পীং-ইন্দ্র লক্ষ্য চাকমা।
ভুক্তভোগীরা তাদের পারিবারিক কাজে জুরাছড়িতে গেলে এক পর্যায়ে আটকের শিকার হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঐ সময় যক্ষাবাজার সেনা ক্যাম্পের দায়িত্বরত ডিজিএফআই সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম উক্ত দুই গ্রামবাসীকে ধরে ক্যাম্পে নিয়ে যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রামবাসীকে যক্ষাবাজার সেনা ক্যাম্পে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।