হিল ভয়েস, ২৭ এপ্রিল ২০২০, বান্দরবান: বান্দরবান জেলার থানচি উপজেলার প্রধান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়সর্বশান্ত হয়েছেন বাজারের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে পুরো বাজারই ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৭ এপ্রিল ২০২০ সোমবার ভোর পাঁচটার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেতাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, বাজারের কোনো দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলেথানচি বাজারে অবস্থিত দোকান ও বসতবাড়ি একে একে সবগুলো পুড়ে যায়। এসময় অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকায় তারাকোনোভাবে দোকান ও ঘর থেকে প্রাণ নিয়ে বের হন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বান্দরবান শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে ৬ টার দিকে থানচির দিকে রওনাহয়েছে।
স্থানীয়রা জানান, ভোর থেকে এখনো আগুনে জ্বলছে থানচি বাজার। আগুনে কয়েক শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণেপুলিশ, সেনাবাহিনী ও সাধারণ জনসাধারণ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।