হিল ভয়েস, ৯ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে একটি বৌদ্ধ বিহারের জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক বৌদ্ধ ধর্মের প্রতি অবমাননামূলক আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৪ জানুয়ারি হতে ৭ জানুয়ারি ২০২৪ এর মধ্যে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর সূত্রে খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত ৪ জানুয়ারি ২০২৪ রাঙ্গামাটি সদর সেনা জোন ও বরকল উপজেলাধীন সুবলং সেনা ক্যাম্প থেকে যৌথভাবে জনৈক ক্যাপ্টেন ও সুবেদারের নেতৃত্বে ৩৫/৪০ জনের একটি সেনা টহল দল বিকাল ৩টার দিকে বালুখালী ইউনিয়নের বাদলছড়ি গ্রামের বাদলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে উক্ত বিদ্যালয় ত্যাগ করে পার্শ্ববর্তী বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। সেখানে বৌদ্ধ বিহারটির ভবনটি নির্মাণাধীন রয়েছে। মাসখানেক আগে একদল ভিক্ষুসংঘ নিয়ে গ্রামবাসী বিহারের ভবনটি নির্মাণের কাজ উদ্বোধন করেন।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, নির্মাণাধীন ভবনের জায়গায় সেনা সদস্যরা চার দিন ধরে অবস্থান করেন। এসময় সেনা সদস্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিহারের জায়গাতেই সাউন্ড বক্স দিয়ে প্রতিদিন আজান দেয় এবং বিহারের আশেপাশে খোলা জায়গাতেই মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করে, যা বৌদ্ধ ধর্মকে এবং ধর্মপ্রাণ গ্রামবাসীদের অবমাননার সামিল।
জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ৮ জানুয়ারি ২০২৪ সেনাসদস্যরা স্ব স্ব সেনা ক্যাম্পে চলে যায়।