হিল ভয়েস, ১৬ ডিসেম্বর ২০২৩, টেকনাফ: কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার হোয়াইখ্যং ইউনিয়নের চাকমা গ্রামে একদল মুসলিম দুবৃত্তদের দ্বারা হামলা, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় দুর্বৃত্তরা ৩ রাউন্ড গুলি করে বলেও জানা যায়।
গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১ টার সময় টেকনাফের হোয়াইখ্যং লম্বাগুনা চাকমা গ্রামে এই ঘটনা সংঘটিত হয়। হামলায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
একাধিক সূত্রে জানা যায়, প্রায় ১ সপ্তাহ আগে হোয়াইখ্যং বাজার থেকে স্থানীয় শহিদুল ইসলামের সিএসজিতে করে সারদা চাকমা নামে এক তরুণী বাড়িতে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সিএনজি ড্রাইভার। কিন্তু তরুনীর বাধাদানের ফলে তাকে তুলে নিতে ব্যর্থ হলে তাকে মারধর করে পালিয়ে যায় জনৈক ড্রাইভার।
ওই ঘটনার এক সপ্তাহ পর সিএনজি ড্রাইভার শহীদুল ইসলাম বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে লম্বাগুনা চাকমা পল্লীতে আবারও আসলে তাকে আটক রাখা হয়। তার আটকের ঘটনা অন্যান্য মুসলিম বাঙালিরা জানতে পারলে চাকমা পল্লীতে অস্ত্র-সস্ত্র সহ হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে বলে জানা যায়।