হিল ভয়েস, ১৩ ডিসেম্বর ২০২৩: বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যয় পাড়ায় অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে ভিক্ষুদের বহনকারী গাড়িটিকে কেএনএফ সন্ত্রাসী কর্তৃক ১৫-২০ মিনিট আটকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১১ ডিসেম্বর ২০২৩ ইং রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যং পাড়ায় অনুষ্ঠিতব্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের করতে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে থেকে কয়েকজন ভিক্ষু সেখানে যায়।
সেখান থেকে গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠান শেষে রুমা সদর হতে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের উদ্দেশ্যে ফেরার পথে আনুমানিক ৩.৪৬ মিনিটে ১ ও ২ নং চেকপোষ্ট (২ নং চেকপোষ্টের কাছাকাছি) এলাকায় বম পার্টি খ্যাত কেএনএফ সন্ত্রাসীদের একটি অস্ত্রধারী দল ভিক্ষুদের বহনকৃত গাড়িটিকে আটকায়। পরে সেখান থেকে ভিক্ষুদের বহনকৃত গাড়িটিকে জঙ্গলের ভিতরে নিয়ে প্রায় ১৫-২০ মিনিট আটকিয়ে রাখার পর ছেড়ে দেয় বলে জানা যায়।
উল্লেখ্য, শান্তি কমিটির সাথে মিটিংয়ের পর থেকে কেএনএফ সন্ত্রাসীরা স্থানীয় মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো ও খুমীদের উপর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, মারধর, লুটপাট সহ নানার রকম হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ০৫ নভেম্বরের সভায় ঐক্যমত্যের অন্যতম বিষয় ছিল সংলাপ চলাকালীন কেএনএফ এবং সেনাবাহিনী পরস্পরের উপর কোন আক্রমণ করবে না। সেই সুযোগ কাজে লাগিয়ে কেএনএফ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।