হিল ভয়েস, ১৮ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে বালুখালী ইউনিয়নের বসন্ত নিচু পাড়া এলাকায় ঝটিকা টহল অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ নভেম্বর) রাঙ্গামাটি বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে সুবেদার মো: শাহাদাত হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সেনাদল ট্রলার যোগে দুপুর পৌনে একটার সময় বসন্ত নিচু পাড়ায় বালুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টহল অভিযান চালায়। এসময় ৮নং ওয়ার্ডের মেম্বার নান্টু চাকমার বাড়িতে চড়াও হয়। নান্টু চাকমা ও তার পরিবার সেসময় বাড়িতে ছিলেন না।
এরপর সেনা সদস্যরা বাড়ির আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ক্যাম্পে ফিরে যাবার সময় একই পাড়ার পলাশ চাকমার চায়ের দোকানে উঠে। ‘সন্ত্রাসী দেখেছো কিনা? এখানে সন্ত্রাসী এসেছে কিনা? মিথ্যা কথা বলবে না নাহলে সবাইকে বেঁধে নিয়ে যাব’ ইত্যাদি হয়রানিমূলক জিজ্ঞাসা করে সেনা সদস্যরা।
পরে দুপুর ৩ টার দিকে ক্যাম্পে ফিরে যাওয়ার সময় পলাশ চাকমা (২৮), পীং- নীল মোহন চাকমা ও একই পাড়ার সুজনময় চাকমা (৩০), পীং- পূর্ণ মোহন চাকমাকে সেনা সদস্যরা ছবি তুলে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।