হিল ভয়েস, ৮ সেপ্টেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সিজক ছড়া নামক স্থান থেকে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাঁড়িপাড়া মনুআদম নামক স্থান হতে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত একজনকে দাড়িপাড়া জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
হিল ভয়েসের সাজেক প্রতিনিধি জানান, গত ৬ সেপ্টেম্বর ২০২৩, সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী সাজেকের উদ্দেশ্যে রওনা দেন। তারা ঢাকা থেকে বাসযোগে দিঘীনালায় এসে পৌঁছায় । তারপর দিঘীনালা থেকে ৩টি চাঁদের গাড়ি যোগে সাজেক যাওয়ার পথে দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাজেকের সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী চাঁদের গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০ থেকে ১২ জনের ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি দল উপস্থিত হয়ে গাড়ীতে কোন পাহাড়ী শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে। এসময় ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ী শিক্ষার্থী দীপিতা চাকমাকে (২৩) জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় বলে জানা গেছে।
অপহৃত দীপিতা চাকমা (২৩ ), পিতা- স্মৃতেন্দু বিকাশ চাকমা, মাতা- শ্রীলা তালুকদার, সাং- কল্যাণপুর, হোল্ডিং নং- ৪৩/১, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি।
তবে স্থানীয় জনগণের অব্যাহত চাপের মুখে এবং ঘটনাটি ব্যাপক জানাজানি হলে অপহরণের ছয় ঘন্টা পর সন্ত্রাসীরা অপহৃত শিক্ষার্থী দীপিতা চাকমাকে (২৩) সাজেকের দাঁড়িপাড়া মনুআদম নামক স্থানে দীপিতার বাবা-মায়ের নিকট হস্তান্তর করতে বাধ্য হয়। এসময় দীপিতার বাবা-মায়ের সাথে স্থানীয় পুলিশের ওসি সহ একদল পুলিশও উপস্থিত ছিলেন। এসময় পুলিশ অপহৃতকে হস্তান্তর করতে আসা দান প্রিয় চাকমাকে (২৬ ) গ্রেফতার করে।তবে হস্তান্তর করতে আসা দান প্রিয় চাকমা অপহরণ ঘটনার সাথে জড়িত নয় এবং তিনি একজন সাধারণ গ্রামবাসী বলে জানা গেছে। তবে ভুক্তভোগী দীপিতা সুস্থ রয়েছে বলেও জানা গেছে।
অপহৃত শিক্ষার্থী দীপিতা চাকমার পিতা স্মৃতেন্দু বিকাশ চাকমা এব্যাপারে সাজেক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানা গেছে।
গ্রেফতারকৃতের পূর্ণ পরিচয়- দান প্রিয় চাকমা, পিতা- অনিল কুমার চাকমা, মাতা- রাজলক্ষী চাকমা, সাং- দাড়িপাড়া, সাধন কার্বারীর বাড়ি, ০২ নং ওয়ার্ড, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি।
এদিকে, উক্ত অপহরণ ঘটনার সাথে নিজেরাই জড়িত থাকলেও ইউপিডিএফ সন্ত্রাসীরা নির্লজ্জভাবে মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে এবং জেএসএস এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে জেএসএস-এর উপর দায় চাপিয়ে দিয়ে সামাজিক গণমাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে।