পার্বত্য চুক্তিকে বৃথা যেতে দিতে পারি না: বাঘাইছড়িতে চুক্তির ২৫ বর্ষপূর্তির সভায় নেতৃবৃন্দ

হিল ভয়েস, ২৯ এপ্রিল ২০২৩, রাঙামাটি: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, পার্বত্য চুক্তি কখনও বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দিতে পারি না।

গতকাল ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে এই বিশেষ পর্যালোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমার সভাপতিত্বে এবং বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল বিহারী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ দেবপ্রসাদ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার ৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি প্রভাত কুমার চাকমা সহ স্থানীয় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জনসংহতি সমিতির প্রত্যাগত সদস্য ও জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা।

স্বাগত বক্তব্যে প্রভাত কুমার চাকমা বলেন, ‘এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের জন্য এবং এর পরেও আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, এখনও হচ্ছে। আমাদের জুম্মদের অনেক রক্ত ঝরেছে, অনেক মা-বোন ইজ্জত হারিয়েছে, অনেক বাপ-ভাইকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। কাজেই এ চুক্তি কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দিতে পারি না। পার্বত্য চট্টগ্রামের জুম্ম তরুণ ও যুবসমাজকে আজকে, এই মুহূর্তে এটা নিয়ে গভীর অনুধাবন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান বলেন, “আমাদের জুম্মদেরকে একটি বিশেষ মহল ‘আমরা সেনাবাহিনীর বিরোধী’ বলে পরিচয় করিয়ে দিতে চায়। আমি তাদেরকে বলবো, আমরা সেনাশাসনটা মানতে পারি না বলে আমরা সেনাশাসনের বিরোধী, আমরা সেনাবাহিনীর বিরোধী না।”

বিশেষ অতিথির বক্তব্যে সাগরিকা চাকমা বলেন, “এখন আমি প্রায়ই দেখি আমাদের জুম্মদের থেকে জাতীয় রাজনীতিতে নাম লেখালে তারা জুম্ম জাতির পক্ষে কথা বলতে ভয় পায়, কিংবা সরকারি চাকরি পেলে চাকরি হারানোর ভয়ে জুম্ম জাতির পক্ষে কথা বলতে ভয় পায়। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে যে পজিশনে থাকি না কেন সেই পজিশন থেকে আমাদের জুম্ম জাতির পক্ষে হয়ে কথা বলতে হবে সবসময়।”

সাজেক বেটলিং মৌজার হেডম্যান জুপ্পোইথাং লুসাই বলেন, “সরকার উন্নয়নের নামে সীমান্ত সড়ক করছে। কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি, বরং আদিবাসীদের উচ্ছেদ করার জন্য নিবিড় ষড়যন্ত্র করছে সরকার।”

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, “আমি শুনেছি পার্বত্য চট্টগ্রামের জুম্মদের জনসংখ্যা হ্রাস করে দেওয়ার হীন উদ্দেশ্যে একটি মহল বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মকে স্বাস্থ্যের উন্নতির কথা বলে, রোগব্যাধি উপশমের কথা বলে বন্ধ্যাত্বের ওষুধ খাইয়ে দিচ্ছে। এ ব্যপারে আমাদের জুম্মদের চোখকান খোলা রাখতে হবে।”

জেএসএস নেতা ত্রিদিব চাকমা বলেন, “আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বয়স ২৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনো চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে আশু কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। এখন আমাদের জুম্মদের বিকল্প ভাবনা ভাবার সময় সন্নিকটে। আমাদের ভাবতে হবে আমাদের পায়ের তলায় মাটি থাকতে দিতে চাই, নাকি চাই না।”

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সদস্য জ্ঞান প্রকাশ চাকমা, সিজকমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিল্টু চাকমা, সারোয়াতুলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভূপতি রঞ্জন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পিয়েল চাকমা, নারী নেত্রী লক্ষীমালা চাকমা প্রমুখ। সবশেষে সভার সভাপতি সুমিতা চাকমা তার সমাপনী বক্তব্যের মাধ্যমে পর্যালোচনা ও পুনর্মিলনী সভাটির সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী পালনের লক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমাকে আহ্বায়ক করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির উদ্যোগে বাঘাইছড়িতে গত ২রা ডিসেম্বর ২০২২ পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিরাট গণসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন

https://hillvoice.net/bn/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%98%e0%a6%be%e0%a6%87%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d/

More From Author