হিল ভয়েস, ২০ জানুয়ারি ২০২৩, বান্দরবান: সেনামদদপুষ্ট বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই নিরীহ জুম্ম গ্রামবাসী আটক ও ব্যাপক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ও মারধরের শিকার দুই জুম্ম হলেন- (১) সিংলুম লিয়ান লুসাই, পীং-উ টেইয়ামিটিইয়া লুসাই, ঠিকানা-রুমা সদর এলাকা ও (২) লুম্যেঅং মারমা (৩২), পীং-ঙৈচিংমং মারমা, গ্রাম-মুয়ালপি পাড়া, রুমা সদর। সিংলুম লিয়ান লুসাই একজন স্থানীয় আদা ও হলুদ ব্যবসায়ী এবং লুম্যেঅং মারমা একজন সাধারণ জুমচাষী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি ২০২৩ বম পার্টি সন্ত্রাসীদের একটি দল প্রশাসনকে খবর দেয়ার অভিযোগে সিংলুম লিয়ান লুসাইকে রুমা সদর এলাকা থেকে ধরে তাদের আস্তানায় নিয়ে যায়। সন্ত্রাসীরা সেখানে দুইদিন আটক রেখে সিংলুম লিয়ান লুসাইকে ব্যাপক মারধর করে। এরপর গত ১৯ জানুয়ারি ২০২৩ বম পার্টি সন্ত্রাসীরা শারীরিকভাবে জখম অবস্থায় সিংলুম লিয়ান লুসাইকে ছেড়ে দেয়।
বর্তমানে সিংলুম লিয়ান লুসাইকে নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অপরদিকে, গত ১৮ জানুয়ারি ২০২৩ বম পার্টি সন্ত্রাসীদের ২০ জনের একটি সশস্ত্র দল বাসত্লাং পাড়া থেকে মোটর সাইকেল যোগে রুমা সদর এলাকার মুয়ালপি পাড়ায় গিয়ে প্রথমে লুম্যেঅং মারমাকে খোঁজ করে। কিন্তু এসময় লুম্যেঅং মারমা বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা লুম্যেঅং মারমার জন্য অপেক্ষা করতে থাকে। পরে বিকেলে লুম্যেঅং মারমা জুম থেকে ফিরে আসলে সন্ত্রাসীরা তাকে ধরে ব্যাপক মারধর করে।