রাজশাহীতে আদিবাসীর জমি দখল করে বাড়ি নির্মাণ

হিল ভয়েস, ২০ জানুয়ারি ২০২৩, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসীর জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রিশিকুল ইউনিয়নের আমতলী পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে ভুক্তভোগী ভোলা মার্ডি।

অভিযোগে বলা হয়েছে, ১৯৯১ সালে ৩৪ শতক খাসজমি গ্রহণ করে ভোলা মার্ডি। একজন অসহায় আদিবাসী হিসেবে সরকার তাকে পত্তন দেয়। কিছুদিন আগে থেকে এরফান আলীর ছেলে শাহজাহান রাতের আঁধারে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ শুরু করেছে। বাড়ি নির্মাণ করতে বাধা দিলে শাহজাহান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি নির্মাণ অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী ভোলা মার্ডি জানান, রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। এদের পেছনে শক্তিশালী মহল জড়িত।

অভিযুক্ত শাহজাহান বলেন, ওখানে বাড়ি নির্মাণ করতে যায়নি। মঞ্জুর রহমানের ছেলে ডাবলুর নির্দেশে নির্মাণ করছি। অন্যের নির্দেশে কেন বাড়ি নির্মাণ করবেন প্রশ্ন করা হলে, মীমাংসা না হওয়া পর্যন্ত আর কাজ করবেন না বলে জানান।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সূত্র : ইত্তেফাক

More From Author