হিল ভয়েস, ১৯ আগষ্ট ২০২২, চট্টগ্রাম: দেশে সাম্প্রদায়িক নির্যাতনের সংবাদ মিথ্যা আখ্যা দিয়ে বহির্বিশ্বে প্রচার চালানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বিরুদ্ধে চট্টগ্রামে কালো পতাকা মিছিল করেছে দুটি সংগঠন।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে ‘বিক্ষুব্ধ সনাতন সমাজ’ ও ‘ঐক্যবদ্ধ সনাতন সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
নগরের রহমতগঞ্জের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আসেন পররাষ্ট্রমন্ত্রী।
মিছিলের আগে সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ সারাদেশে ছড়িয়ে পড়বে। তাঁর এই বক্তব্যের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা প্রার্থনা করতে হবে।’
রানা দাশগুপ্ত আরো বলেন, ‘গত শারদীয় দুর্গাপূজার পরে মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতির এক নাজুক সময়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছিলেন। সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, নির্বাচনের সময় সংখ্যালঘুদের ঘরে ঘরে গিয়ে মা, মাছি, বাবা ডাক। কিন্তু নির্বাচনের পরে তাদের আপদে বিপদে তোমাদের পাশে দেখা যায় না বলে কাদের সাহেব বলেছিলেন।’
তিনি আরো যোগ করেন যে, ‘আমরা সেই সময়ে লক্ষ্য করলাম পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন যখন বিদেশে গেলেন, তখন তিনি এদেশের সাম্প্রদায়িক নির্যাতনের যে সংবাদকে সব মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিলেন। গত দেড় মাস আগে তিনি ভারতের নয়াদিল্লিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান অজিত দোভালের সাথে আলাপের সময়ও তিনি বলেছিলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে সংবাদগুলো প্রচার করা হয়, এগুলো সব মিথ্যা। এর পেছনে কোন সত্যতা নাই।’
রানা দাশগুপ্ত ক্ষোভ প্রকাশ করেন যে, ‘বাংলাদেশে যে ৩৫ হাজার দুর্গাপূজা হয়েছে সেসব দুর্গাপূজা নাকি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছিলেন। অথচ এগুলো সব নির্জলা অসত্য এবং মিথ্যা কথা। আমরা তার থেকে এধরনের মিথ্যাচার আশা করি নাই। তিনি যেহেতু এখনো পর্যন্ত আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই তার মিথ্যাচারের জন্যে, তাই তিনি যখনি চট্টগ্রামে এলেন চট্টগ্রামের জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষুদ্ধ অবস্থায় জনতা আজকে কালো পতাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আগমণের প্রতিবাদ করছে।’
রানা দাশগুপ্ত বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর এই অপপ্রচার ও মিথ্যার অতীতেও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি।’
সমাবেশে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, সাধারণ সম্পাদক অশোক দেব, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট রুবেল পাল, হিন্দু মহাজোট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট যীশু রক্ষিত ও কাঞ্চন আচার্য্য উপস্থিত ছিলেন।