গৌতম চাকমা
আমি সেই আদিবাসী অনীক
যা বাধ্য হয়েছি অবাধ্য হতে,
রাষ্ট্রযন্ত্র আজ প্রশ্নবিদ্ধ করেছে
আমরা আদিবাসী নই!
রাষ্ট্রযন্ত্র জবাব দাও আমায়,
আমি কেনো আদিবাসী নই?
আছে আমার ভাষা রীতিনীতি,
আছে আমার ঐতিহ্য সংস্কৃতি।
তোমার এই অবহেলায় আজ
মায়াবী শৌখিনতার বেড়াজাল ভেঙে
এসেছি প্রকৃতির সন্নিকটে,
জাতির কুলচিহ্ন বাঁচাতে।
প্রস্তুত থেকো বিদ্রোহী,
বিন্দু থেকে সিন্ধু হয়ে আসবে রণতরী
জুম পাহাড়ের বন্দী শৃঙ্খল ভাঙতে,
হয়তো সেদিন পাখিরা গান গাইবে না,
মেঘাচ্ছন্ন হয়ে উঠবে আকাশ
বারুদের ঝংকারে।
সেদিন সন্ধি খুঁজবে বিদ্রোহী,
নিষ্ফল হবে শত ডাকাডাকি,
তোমার এই অবহেলা কাঁদাবে
শত প্রিয়জনহারা স্বজনের হৃদয়ে।