হিল ভয়েস, ১ আগস্ট ২০২২, বান্দরবান: সেনাবাহিনী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান উপজেলা সদর এলাকার এক আদিবাসী যুবক আটকের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আটকের শিকার আদিবাসী যুবকের নাম পুলক তঞ্চঙ্গ্যা (৪০), পীং-অজ্ঞাত, গ্রাম-হুলুখ্যাং তঞ্চঙ্গ্যা পাড়া, বান্দরবান উপজেলা সদর এলাকা। পুলক তঞ্চঙ্গ্যার গ্রাম হুলুখ্যাং পাড়াটি বান্দরবান সেনা ব্রিগেডের নিকটবর্তী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৩১ জুলাই ২০২২ সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় সেনাবাহিনীর একটি দল বান্দরবান শহরের ব্রিগেড অফিসের সামনে থেকে একটি দেশীয় বন্দুক গুঁজে দিয়ে পুলক তঞ্চঙ্গ্যাকে আটক করে সেনা ব্রিগেডে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তির মুক্তির খবর জানা যায়নি।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, এলাকায় পুলক তঞ্চঙ্গ্যা একজন বৈদ্য বা ওঝা হিসেবে পরিচিত। ব্রিগেডের সেনাবাহিনীর সাথে তার বেশ দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে। সূত্রটি আরো জানায়, ব্রিগেডের জনৈক মেজর টাকা দিয়ে পুলক তঞ্চঙ্গ্যাকে একটি গোপন কাজে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু টাকা দিয়েও সেই কাজ হাসিল করতে না পারায় সেনাবাহিনী পুলক তঞ্চঙ্গ্যাকে অস্ত্র গুঁজে দিয়ে নানা অজুহাতে ব্রিগেড অফিসের সামনে থেকে আটক করেছে।
সূত্রটি আরো জানায়, ঐ মেজর একমাস আগেও টাকা দিয়ে পুলক তঞ্চঙ্গ্যাকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু সেই কাজ করতে না পারায় পুলক তঞ্চঙ্গ্যাকে তখনও জেলে যেতে হয়।