হিল ভয়েস, ৭ জুলাই ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে আদিবাসী জুম্ম গ্রামে হামলা ও ৩৭টি জুম্মর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
আজ ৭ জুলাই ২০২২ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই ক্ষোভ ও শাস্তির দাবির কথা জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জানতে পারলাম গত ৫ জুলাই মহালছড়িতে আদিবাসীদের জায়গাজমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও আদিবাসীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বলেন, রাষ্ট্রের সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। দেশের সর্বত্র সকল মানুষের নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের পরিবেশ জনগণের মৌলিক অধিকার।
বিবৃতিতে এসব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই ২০২২ সকালের দিকে মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়া এলাকায় পুনর্বাসিত মুসলিম বাঙালি সেটেলারদের প্রায় ২০০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাশ্ববর্তী জুম্মদের বাড়িঘরে এই হামলা চালায়। হামলায় অন্তত ৩৭টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা অগ্নিসংযোগের পূর্বে জুম্মদের বাড়ির হাড়ি-পাতিল, কাপড়চোপরসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে অন্তত ৫ জুম্ম আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জুম্মদের ভূমিগুলো বেদখলের উদ্দেশ্যে কোনো প্রকার উস্কানি ছাড়াই বাঙালি সেটেলাররা জুম্মদের উপর এই হামলা চালায়।