হিল ভয়েস, ১৮ সেপ্টেম্বর ২০১৯, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বরকল উপজেলায় উত্তর ভূষণছড়ার পাঁচটি গ্রামের হাজার হাজার জনগণ খালের উপর একটি সেতুর অভাবে কয়েক বছর যাবৎ ব্যাপকভাবে কষ্ট ভোগ করছেন। অস্থায়ী ব্যবস্থা হিসেবে, গ্রামবাসীরা প্রতি বছর উপজেলার উত্তর ভূষণছড়ায় খালটির উপর একটি বাঁশসেতু তৈরি করেন।
স্থানীয়রা বলেন, ইহার ব্যবহারকারীদের ব্যাপক ভোগান্তি ঘটিয়ে প্রতি বছর বর্ষাকালের সময় অতিপ্লাবনের কারণে ১২০ ফুট দীর্ঘ সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।
গ্রামবাসীরা বলেন, প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকির মধ্যে ২৫০ পরিবারের জনগণ নড়বড়ে বাঁশের সেতুটি ব্যবহার করেন এবং বিশেষ করে স্কুলের শিশুরা সবচেয়ে বেশী ভুক্তভোগী বলে উল্লেখ করেন। গ্রামগুলি হল, উত্তর ভূষণছড়া, দক্ষিণ ভূষণছড়া, পন্ডিত ছড়া, রকবিবো ছড়া ও ফিত্তিছড়া।
এলাকায় সম্প্রতি এক সফরকালে, এই প্রতিনিধি দেখতে পান গ্রামবাসীরা বিভিন্ন শিক্ষাগত প্রতিষ্ঠান ও বাজারসহ তাদের গন্তব্যস্থলে যেতে ১২০ ফুট লম্বা সেতুটি ব্যবহার করছেন।
উত্তর ভূষণছড়া গ্রামের এক বাসিন্দা নিলু কুমার চাকমা বলেন, তারা বিশেষ করে বর্ষাকালে সেতুটি পার হওয়ার সময় সমস্যার সম্মুখীন হন। তিনি বলেন, প্রত্যেক বছর কিছু গ্রামবাসী বাঁশের সেতু থেকে পড়ে গিয়ে আহত হন।
উত্তর ভূষণছড়া প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী রোজিনা চাকমা বলেন, প্রতি দিন ব্রিজটি ব্যবহার করে তাকে তার স্কুলে যেতে হয়, যেটা তার বাড়ি থেকে প্রায় পাঁচ হতে ছয় কিলোমিটার।
তিনি বলেন, প্রত্যেক বর্ষাকালে তার ভোগান্তি দ্বিগুণ হয়।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, ব্যাপারটি সম্পর্কে তিনি শুনেছেন এবং এব্যাপারে শীগ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দাখিল করবেন।
সূত্র: দ্য ডেইলি স্টার, ১৮ সেপ্টেম্বর ২০১৯