হিল ভয়েস, ২ এপ্রিল ২০২২, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আজ বান্দরবান সদর উপজেলাধীন রাজভিলা ইউনিয়নের রাজভিলা উপর পাড়া থেকে এক জুম্ম গ্রামপ্রধানকে আটক করে মিথ্যাভাবে অস্ত্র মামলায় অভিযুক্ত করেছে বলে জানা গেছে। অপরদিকে গতকাল সেনামদদপুষ্ট মগ পার্টির সন্ত্রাসীরা ওই গ্রাম প্রধানের ভাগিনা এক জুম্ম নিরীহ যুবককে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২ এপ্রিল ২০২২, সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে ২৬ ই বেঙ্গল ডলুপাড়া সেনা ক্যাম্পের অধীন ১০নং রাবার বাগান অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মোঃ হানান এর নেতৃত্বে ১০/১২ জনের একদল সেনা সদস্য রাজবিলা ইউনিয়নের রাইবারি উপর পাড়া থেকে পাড়ার প্রধান (কার্বারি) মংতো মার্মা (৩২), পীং-মৃত মংপ্রু মারমা’কে আটক করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী কার্বারি মংতো মারমাকে গাদা বন্দুক গুঁজিয়ে দিয়ে অস্ত্র মামলায় অভিযুক্ত করে স্থানীয় থানায় সোপর্দ করেছে বলে জানা যায়। আটককৃত কার্বারি মংতো মারমা জনসংহতি সমিতির রাজভিলা ইউনিয়ন কমিটির সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গতকাল ১ এপ্রিল ২০২২ রাতের বেলায় সেনামদদপুষ্ট মগ পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী কার্বারি মংতো মারমার ভাগিনা সাথুইচিং মারমা (২০), পীং-পাইংশৈপ্রু মারমা’কে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত সাথুইচিং মারমার বাড়ি রাজভিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজভিলা উপর পাড়া গ্রামে। সাথুইচিং মারমা বান্দরবান সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের একজন ছাত্র বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল বিকাল ৫:০০ টার দিকে তিনটি মোটর সাইকেল নিয়ে মগ পার্টির ৬ জন সশস্ত্র সদস্য রাজভিলা উপর পাড়ায় এসে কার্বারি মংতো মারমার বাড়ি ঘেরাও করে। এসময় মংতো মারমা বাড়িতে ছিলেন না। এসময় মগ পার্টির সন্ত্রাসীদের হাতে পিস্তল দেখা গেছে বলে জানা যায়।
এরপর রাতের বেলায় সাথুইচিং মারমা মোটর সাইকেলযোগে বাঙ্গালহালিয়া থেকে আসার পথে উক্ত মগ পার্টির সন্ত্রাসীরা ১০নং রাবার বাগানস্থ অস্থায়ী সেনা ক্যাম্প এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা সাথুইচিং মারমাকে রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার দিকে নিয়ে যায় বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাথুইচিং মারমাকে মুক্তি দেওয়া হয়নি।