হিল ভয়েস, ১ জানুয়ারী ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া গ্রামে সেনাবাহিনী, স্থানীয় আওয়ামীলীগ ও সেনা-মদদপুষ্ট মগপার্টি কর্তৃক নিরীহ তিন গ্রামবাসীর ঘরবাড়ি তল্লাসী ও জিনিষপত্র তছনছ এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গ্রামে এলোপাতাড়ি ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১:০০ ঘটিকার সময় কাপ্তাই সেনা জোন-৫৬ ইস্ট বেঙ্গল(অটল-৫৬) রেজিমেন্টের অধীন কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো: কুদ্দুস ও বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: ফয়েজ-এর নেতৃত্বে ২৪ জনের একটি সেনাদল দুইটি গাড়িযোগে এবং স্থানীয় আওয়ামী লীগ ও সেনা মদদপুষ্ট মগপার্টির সেকেন্ড ইন কমান্ড মংক্যচিং মারমা, থার্ড ইন কমান্ড উথোয়াইচিং মারমা (সবুজ)সহ ১৫ জনের সন্ত্রাসী দল একটি জীপ গাড়ীতে (স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি) করে রাইখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভালুকিয়া গ্রামে এক তল্লাসী অভিযান চালায়। তল্লাসীর পর এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ভালুকিয়া গ্রামের মৃত রায় মোহন তঞ্চঙ্গ্যার তিন ছেলে সত্যবান তঞ্চঙ্গ্যা (৫৮), মিত্যাবান তঞ্চঙ্গ্যা (৫৫), দুদুরাম তঞ্চঙ্গ্যা (৪০) প্রমুখ গ্রামবাসীর বাড়িতে অনুপ্রবেশ করে সেনা-আ’লীগ-মগপার্টি কর্তৃক বেপরোয়া তল্লাশি করা হয়। সেনা সদস্যরা উক্ত ব্যাক্তিদের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তল্লাশির নামে বাড়ির আলমিরা ও সৌকেসে রাখা কাপড়-চোপড় এবং বাড়ির আসবাবপত্র তছনছ করে।
সেনা সদস্যরা সত্যবান তঞ্চঙ্গ্যার ছেলে তাপস তঞ্চঙ্গ্যা (কালাধন) খোঁজাখুঁজি করে। এ সময় তাপস তঞ্চঙ্গ্যা বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে সেনা সদস্যরা তার পিতা-মাতার দুইটি ফোন সেট নিয়ে যায়। তাপস তঞ্চঙ্গ্যা একজন ভাড়াটে মেটর সাইকেল চালক।
তল্লাসীর নামে দীর্ঘ দুই ঘন্টা তান্ডবের পরে রাত ১.০০টায় সেনা, আওয়ামীলীগ ও মগ পার্টির সদস্যরা উক্ত স্থান পরিত্যাগ করে চলে যায়।