বাঘাইছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী কর্তৃক জুম্ম বোট চালক অপহৃত, পরে মুক্তিপণ দিয়ে মুক্তি

হিল ভয়েস, ১৮ ডিসেম্বর ২০২২, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার থেকে এক নিরীহ জুম্ম বোট চালক অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মুক্তিপণের বিনিময়ে ওই বোট চালক মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

অপহরণের শিকার ব্যক্তির নাম সুসার বিন্দু চাকমা (৩৫), পীং-অজ্ঞাত, গ্রাম-পাকুয়াখালি, সারোয়াতলী ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা ডেকে পাঠালে, গত ১৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৪:০০ টার দিকে সুসার বিন্দু চাকমা দুরছড়ি বাজারে তাদের সাথে দেখা করতে যান। সেখানে যাওয়ার পরপরই সন্ত্রাসীরা সুসার বিন্দু চাকমাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর অপহরণকারীরা সুসার বিন্দু চাকমার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবারের সদস্যদের তাদের সাথে যোগাযোগ করতে বলে।

তবে গতকাল ১৭ ডিসেম্বর ২০২২ অপহরণকারীরা ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে সুসার বিন্দু চাকমাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

More From Author