সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী গৃহবধু ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা এবং শাস্তির দাবি এইচডাব্লিউএফ’র

হিল ভয়েস, ৩০ মে ২০২৫, রাঙ্গামাটি: গতকাল ২৯ মে ২০২৫ খ্রি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলী গ্রামে মো: আনিসুর রহমান (বুদ্ধি) নামের এক সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী চাকমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে ধর্ষণের চেষ্টাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) এক বিবৃতি প্রদান করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল ২৯ মে ২০২৫ খ্রি: আনুমানিক রাত ৯.০০ ঘটিকায় সময় মো:আনিসুর রহমান নামে এক সেটেলার বাঙালি ভিক্টিমের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে এবং ঘুমন্ত আদিবাসী গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিক্টিম গৃহবধু নিজেকে রক্ষা করার চেষ্টা করলে সেটেলার মো: আনিসুর রহমান ভিক্টিমকে টেনে হিচঁড়ে ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। ভিক্টিমের চিৎকারে আশেপাশের আত্মীয়-স্বজন উদ্ধার করতে এগিয়ে আসলে মো: আনিসুর রহমান পালিয়ে যায়। এ সময় ভিক্টিমের স্বামী বাড়িতে ছিলেন না। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে রাতেই চিকিৎসার জন্য ভিক্টিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তায় আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জুম্ম নারীর উপর নিপীড়ন, শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যাসহ মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। গত ৫ মে ২০২৫ তারিখে বান্দরবানের থানচি উপজেলার তিনজন পর্যটক কর্তৃক চিংমা খেয়াং নামে এক আদিবাসী গৃহবধুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। প্রায়শই এসব ঘটনা সংঘটিত হওয়ায় হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) গভীর উদ্বেগ প্রকাশ করছে। পার্বত্য চট্টগ্রামে এযাবৎ সংঘটিত জুম্ম নারীর উপর নিপীড়ন, ধর্ষণ, হত্যাকান্ডের ঘটনার বিচার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এসব ঘটনা ক্রমশ সংঘটিত হচ্ছে।
তাই মহালছড়িতে আদিবাসী গৃহবধু ধর্ষণ চেষ্টাকারী মো: আনিুসর রহমান এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে প্রশাসনের নিকট হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) জোর দাবি জানাচ্ছে।

More From Author

+ There are no comments

Add yours