হিল ভয়েস, ২২ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের জুম্ম প্রাক্তন এক ইউনিয়ন পরিষদের সদস্য অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতের নাম নন্দ কুমার চাকমা (৫৮), পীং-ললিত কুমার চাকমা, গ্রাম-কাট্টলী কুকিছড়া, ১নং ওয়ার্ড, ৭নং লংগদু ইউনিয়ন, লংগদু উপজেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১০টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী দলের কমান্ডার চিরজ্যোতি চাকমা ওরফে প্রবল ও কালাইয়ে চাকমা ওরফে মংপ্রু ওরফে পলক এর নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সশস্ত্র দল নন্দ কুমার চাকমাকে তার কাট্টলী কুকিছড়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের প্রায় দেড় ঘন্টা পর রাত আনুমানিক ১১:৩০ টার দিকে অপহরণকারী দলটি অপহৃত নন্দ কুমার চাকমাকে কাট্টলী ভাজ্যাঘাট নামক স্থানে নিয়ে গিয়ে সেখানে অপেক্ষমান ইউপিডিএফের কোম্পানি কমান্ডার শ্রাবন চাকমা ও কমান্ডার প্রদীপময় চাকমা ওরফে বিশাল ওরফে পাগানার নেতৃত্বাধীন আরেকটি দলের নিকট হস্তান্তর করে।
জানা গেছে, ইউপিডিএফ কর্তৃক লংগদুর বিভিন্ন এলাকায় তথাকথিত চাহিদা মোতাবেক গণবাজেট, ভূমি রক্ষার নামে বাজেট, বৌদ্ধ বিহার নির্মাণের নামে বাজেট, বিদ্যালয় পরিচালনার নামে বাজেট এর নামে অহরহ চাঁদাবাজি এবং সময়ে-অসময়ে গ্রুপের লোকদের খাবার তৈরির নির্দেশ, ছোট কাট্টলী এলাকায় জলাধার বন্ধ করে জাল বসানো সহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণের পক্ষে প্রতিবাদ করেন প্রাক্তন জনপ্রতিনিধি নন্দ কুমার চাকমা।
আর এই কারণেই নন্দ কুমার চাকমাকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় মুরুব্বিদের ধারণা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বা কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে এখনো জানা যায়নি।