রাঙ্গামাটিতে এক সেটেলার বাঙালি কর্তৃক জুম্ম নারী যৌন হয়রানির শিকার

হিল ভয়েস, ১২ মে ২০২৫; রাঙ্গামাটি: আজ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় রাঙ্গামাটি সদরস্থ কে কে রায় সড়ক এলাকায় মো: রাশেদ নামের এক সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী কে.কে. রায় সড়ক এলাকা থেকে তবলছড়ি যাওয়ার উদ্দেশে সিএনজিতে উঠলে উক্ত সেটেলার বাঙালিও তবলছড়ি যাবে বলে একই সিএনজিতে ওঠে। অল্প কিছু সময় পর সেটেলার বাঙালি মো: রাশেদ উক্ত জুম্ম নারীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী নারী ভয়ে চলন্ত সিএনজির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এবং সিএনজি না থামালে এক পর্যায়ে লাফ দেয়, যার কারণে সিএনজি ড্রাইভারও সিএনজি থামিয়ে দিতে বাধ্য হয়। এক পর্যায়ে উক্ত ঘটনা আশে পাশে থাকা লোকজন লক্ষ্য করলে সিএনজিতে থাকা সেটেলার বাঙালি রাশেদকে সিএনজি থেকে নামিয়ে গণধোলাই দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও আর্মি আসলে তারা উক্ত সেটেলার বাঙালিকে নিয়ে যায়।

সেটেলার বাঙালি রাশেদ এর স্থায়ী ঠিকানা বাশঁখালী বলে জানা যায়।

More From Author

+ There are no comments

Add yours