যশোরে সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন ও লুটপাট

হিল ভয়েস, ২৪ মে ২০২৫; বিশেষ প্রতিবেদক: গত ২২ মে ২০২৫ সন্ধ্যা ৬টা নাগাদ যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে একদল দুর্বৃত্ত কর্তৃক সংখ্যালঘু মতুয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগের পর লুটপাট চালায় বলে জানা যায়।

সূত্র মোতাবেক, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৪৮) নৃশংসভাবে খুন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত কর্তৃক মতুয়া সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে গ্রামের ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, ৩১ টি গরু চুরি এবং কিছু গরু মারাত্মকভাবে আহত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার চিহ্ন, গ্রামের প্রতিটি বাড়িতে ও দোকানগুলোতে লুটপাট এবং বিপুল পরিমাণ ধান নষ্ট, একজন নার্সিং পড়ুয়া ছাত্রকে অপহরণ করার খবর পাওয়া গিয়েছে।

ভুক্তভোগীরা জানান, কৃষক দলের নেতাকে হত্যাকাণ্ডের পর একদল লোক হঠাৎ ঘরে থাকা স্বর্ণ, টাকা লুটপাট চালিয়ে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অনেককে মারধর করা হয়। আগুনে পাঁচটি মোটরসাইকেল, ধানের গোলা, বসত ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়াল ঘরে থাকা গরুগুলো বিভিন্ন অংশে আগুনে পুড়ে যায় এবং কিছু গরু চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী এক নারী জানান, বাড়িতে পাসপোর্ট ও ওষুধ ছিল, তার সব পুড়ে গেছে। বাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই।

বর্তমানে উক্ত গ্রামের প্রতিটি পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব ও সর্বশান্ত হয়ে গেছে। পরিবারগুলো তীব্র খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে পরনের পোষাকটি ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নেই৷ সব আগুনে ভস্ম হয়ে গিয়েছে  বলে জানা যায়।

More From Author

+ There are no comments

Add yours