হিল ভয়েস, ৬ জুলাই ২০২৫, বান্দরবান: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বান্দরবান জেলাধীন থানচি উপজেলার মেনরোয়া ম্রো পাড়া গ্রামের ম্রো গ্রামবাসীদের ভূমি জোরপূর্বক দখল করে নতুন বিজিবি ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্যাম্প স্থাপনের লক্ষে বিজিবির পক্ষ থেকে সম্প্রতি সংশ্লিষ্ট গ্রামবাসীদেরকে ভূমির দলিলপ্রত্র সহ ১৫ একর ভূমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
থানচির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ক্যাম্প এর কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম এর নেতৃত্বে ম্রো গ্রামবাসীদের ভূমি দখল করে এই ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এই কমান্ডার লেঃ কর্নেল জহিরুল ইসলাম এর নেতৃত্বে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে থানচি সদর ইউনিয়নের চাইয়াং পাড়া গ্রামের ১৪টি আদিবাসী ম্রো পরিবারের প্রায় ১ শত একর চিরায়ত জুম ভূমি ও ফলজ বাগান বিজিবি কর্তৃক বেদখলের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা গত ৩০ জুন, হিল ভয়েসে রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, বিগত ২০১৮-১৯ সালে উক্ত স্থানে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও এতদিন যাবৎ সেটি প্রায় কার্যত বন্ধই ছিল। কিন্তু সম্প্রতি লেঃ কর্নেল জহিরুল ইসলাম এর নেতৃত্বে আবার উক্ত ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে উক্ত জায়গাটি বিজিবির সদস্যরা ৮ বার পরিদর্শন করেছেন।
গত ১ জুলাই ২০২৫ মেনরোয়া ম্রো পাড়া গ্রামের কার্বারির দুই ছেলে মেনওয়াই ম্রো ও লাংরাও ম্রো-কে ব্যাটালিয়ন সদর দপ্তরে ডেকে বিজিবির পক্ষ থেকে নানাভাবে ভীতি প্রদর্শন করা হয় এবং অতিশীঘ্রই ১৫ একর ভূমির দলিলপত্র বিজিবির থানচি সদর জোনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও উক্ত ভূমি বাবদ অর্থ জায়গার মালিকদের প্রদান করা হবে বলে জানানো হয়।
মেনরোয়া ম্রো পাড়া গ্রামে মোট ২৫টি ম্রো পরিবার বসবাস করছেন বলে জানা গেছে। গ্রামবাসীরা জানান, বিজিবির পক্ষ থেকে যদিও ১৫ একরের ভূমির কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে বিজিবি কর্তৃক ৩০ একরের অধিক ভূমি বেদখলের প্রক্রিয়ার রয়েছে।
উক্ত ক্যাম্প স্থাপন করা হলে অন্তত ৪টি ম্রো পরিবার প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে গ্রামবাসীর সূত্রে জানা গেছে। উক্ত পরিবারগুলো হলো- ১. তনয়া ম্রো, তার আম বাগান, দোকান ও বসতবাড়ি রয়েছে; ২. মানয়া ম্রো, তার আম বাগান রয়েছে; ৩. মেনওয়াই ম্রো, তার আম বাগান রয়েছে এবং ৪. পাসিং ম্রো, তার আম বাগান ও কাজুবাদাম বাগান রয়েছে।
+ There are no comments
Add yours