হিল ভয়েস, ৯ আগসন্ট ২০২৫, আন্তর্জাতিক ডেস্ক: অতি সম্প্রতি দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল, উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি, নব্য শিল্পায়িত দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ডে আদিবাসীদের অধিকার ও সাংস্কৃতিক পরিচয়সহ জীবনযাত্রার পদ্ধতি সুরক্ষা ও উন্নয়নে ‘ল অন দ্যা প্রটেকশন এন্ড প্রমোশন অব দ্যা ওয়ে অব লাইফ অব এথনিক গ্রুপস’ নামের একটি আইন পাশ হয়েছে।
গত ৬ আগস্ট ২০২৫ এসংক্রান্ত বিলের পক্ষে ৪২৫ এর মধ্যে ৪২১ ভোটের বিপুল সমর্থনে থাইল্যান্ডের সরকার উক্ত আইনটি পাস করে।
এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট (এআইপিপি) এর সেক্রেটারি জেনারেল গ্যাম এ শিমরে তার এক অভিনন্দন বার্তায় এই ঘটনাটিকে থাইল্যান্ডের আদিবাসীদের বিজয় বলে অভিহিত করেছেন। তার বার্তায় তিনি বলেন, এই আইিনটি দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য স্বীকৃতি ও গ্রহণ করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপকে তুলে ধরে। এর লক্ষ্য হচ্ছে, নৃতাত্ত্বিক গোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন করা, তাদেরকে নিজেদের সাংস্কৃতিক রীতিনীতি ও পরিচয় গর্বের সাথে লালনপালন করার জন্য সক্ষম করে তোলা।
তিনি আরও বলেন, এই যুগান্তকারী আইন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ লালনপালনের প্রতি থাইল্যান্ডের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান ও উদযাপন করে।
একই দিন (৬ আগস্ট) ‘কাউন্সিল অব ইন্ডিজেনাস পিপলস ইন থাইল্যান্ড (সিআইপিটি)’ তার এক বিবৃতির মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রা পদ্ধতি উন্নয়ন ও সংরক্ষণে ব্যবস্থা ও কর্মপরিকল্পনা প্রতিষ্ঠায় সরকারি সংস্থাসমূহের সাথে সহযোগিতার মাধ্যমে উক্ত আইন পূর্ণাঙ্গ বাস্তবায়নে তার প্রতিশ্রুতি জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছে।
থাইল্যান্ডে আদিবাসী জনগোষ্ঠীর লোকসংখ্যা আনুমানিক ৫ মিলিয়ন (৫০ লক্ষ) বলে হিসাব করা হয়, যা দেশের মোট জনসংখ্যার ৭.২ শতাংশ।