জুরাছড়িতে সেটেলার বাঙালি শ্রমিক কর্তৃক এক জুম্ম প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা

হিল ভয়েস, ১১ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (১০ আগস্ট) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বেগাবেক্ক্যে গ্রামে এক সেটেলার বাঙালি শ্রমিক কর্তৃক এক জুম্ম প্রতিবন্ধী নারী (১৯) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন বলে জানা যায়।

ধর্ষণের চেষ্টাকারী সেটেলার বাঙালির নাম: রমজান আলী (৩২), পিতা: শাহজাহান, ঠিকানা: ফিশারী ঘাট, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি।

সূত্র মোতাবেক, উক্ত গ্রামে সরকারি প্রকল্পের পানির হাউস নির্মাণের জন্য ভুক্তভোগীর বাড়ির রাস্তার পাশে হৃদয় এর নেতৃত্বে ৩ জন সেটেলার বাঙালিকে আনুমানিক ১ সপ্তাহ ধরে কাজে নিয়োজিত রাখা হয়। প্রকল্পের কন্ট্রাক্টর রায়হান বলে জানা যায়।
গতকাল রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময়ে রমজান আলী উক্ত নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে এক পর্যায়ে ভুক্তভোগী নারী চিৎকার করলে পরিবারের সদস্যরা সেখানে এগিয়ে আসে এবং রমজান আলীকে হাতে নাতে ধরে। এতে পরিবারের লোকজন উত্তমমধ্যম দেওয়ার পর রমজান আলীকে সারারাত গাছের সাথে বেঁধে রাখা হয় এবং সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ চাকমাকে ফোন দিয়ে বিস্তারিত জানানো হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হলে ধর্ষণের চেষ্টাকারী রমজান আলীকে সেনাবাহিনী জুরাছড়ি সদর জোনে নিয়ে যায়। সেখানে গ্রামের মুরুব্বি, কারবারি সাথে গেলে তাদের সবাইকে নিজ নিজ স্থানে সেনাবাহিনী পক্ষ থেকে ফিরে যাওয়ার জন্য বলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।

ভূক্তভোগীর পরিবারকে গ্রামের মুরুব্বিরা থানায় মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার খবর পাওয়া যায়নি।

More From Author

+ There are no comments

Add yours