হিল ভয়েস, ২২ মে ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলার আলীকদম উপজেলার মেরাইতং জাদীপাহাড়ে নির্মাণাধীন বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গতকাল ২১ মে ২০২৫ বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে মেরাইতং জাদীপাহাড়ে এ বুদ্ধমূর্তিটি ভাংচুরের ঘটনা ঘটে।
একটি সুত্র জানায়, বেশ কিছুদিন ধরে মেরাইতং জাদীর ভূমি নিয়ে জাদী কর্তৃপক্ষ ও চংপাত ম্রো হেডম্যানের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত পরশুও (২০ মে) উভয় পক্ষের লোকজন জাদীতে উপস্থিত হয়ে এই সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সবাই স্ব স্ব স্থানে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই জাদির অন্য সেবকরা নির্মাণাধীন বুদ্ধমূর্তিটির হাত-পা সহ বেশ কিছু অংশ ভাঙা অবস্থায় দেখতে পায়। এসময় তারা কমিটির সভাপতি উ উইচারা মহাথেরোকে জানায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র এ নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়।
সূত্রটি জানায়, মেরাইতং বৌদ্ধ জাদী পরিচালনা কমিটির সভাপতি উ উইচারা মহাথেরো এই ঘটনায় লামা উপজেলার সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রোর নেতৃত্বে এই ভাঙচুর করা হয়েছে মর্মে অভিযোগ করেন।
অপরদিকে, সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রো অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। চংপাত ম্রো বক্তব্য, তিনি নিজেও একজন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কেন মূর্তি ভাঙবেন তা বোধগম্য নয়। তিনি এই ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।
+ There are no comments
Add yours