মগ পার্টি সন্ত্রাসী কর্তৃক কাপ্তাইয়ের রাইখালী থেকে এক মারমা গ্রামবাসী অপহৃত ও খুন

হিল ভয়েস, ২৭ জুলাই ২০২৪, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এলাকা থেকে এক মারমা গ্রামবাসী অপহরণ ও হত্যার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপহরণ ও হত্যার শিকার ব্যক্তির নাম জনি মারমা (৩৫), পীং-আনিমং মারমা, গ্রাম-ডলুছড়ি পাড়া, রাইখালী ইউনিয়ন।

জনি মারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন, তবে পরিস্থিতির কারণে তিনি কোনো সাংগঠনিক কাজে সক্রিয় নয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ২০২৪ ভোর রাত ১ টার দিকে মগ পার্টির চিহ্নিত সন্ত্রাসী সবুজ মারমা (৪৩) ও প্রান্ত ঘোষ রনি (৩৩) এর নেতৃত্বে ২০-২২ জনের একটি সন্ত্রাসী দল রাইখালীর ডলুছড়ি পাড়া গ্রামে আসে। এসময় তাদের সাথে সাহায্যকারী হিসেবে সেনাবাহিনীর একটি গাড়িও ছিল বলে জানা গেছে।

মগ পার্টি সন্ত্রাসীরা ডলুছড়ি পাড়া গ্রামে আসার সাথে সাথে জনি মারমাকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়।

আজ (২৭ জুলাই) রাত আনুমানিক ৮:৩০ টার দিকে অপহৃত জনি মারমার মৃতদেহ পার্শ্ববর্তী কারিগর পাড়ার নিকটবর্তী হাতিমাড়া এলাকায় পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসীর তথ্য অনুসারে, জনি মারমাকে অপহরণ করে হত্যার পর মগ পার্টির সন্ত্রাসীরা তাদের আস্তানা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের দিকে ফিরে গেছে।

স্থানীয়দের মতে, সেনা ক্যাম্পের পাশে অবস্থান করেই মগ পার্টির সন্ত্রাসীরা প্রকাশ্যে এসব কর্মকান্ড চালাচ্ছে। সেনাবাহিনী দেখেও না দেখার ভান করছে।

স্থানীয় সূত্র জানায়, বর্তমানে রাজস্থলী উপজেলায় মগ পার্টি সন্ত্রাসীরা দুটি দলে দুটি আস্তানায় অবস্থান করে সেখান থেকে যাবতীয় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এদের একটি আস্তানা অবস্থিত বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারের পেছনে নাইক্যছড়া সড়কের পাশে জনৈক তঞ্চঙ্গ্যা গ্রামবাসীর সেমিপাকা বাড়িতে। ঐ বাড়িটি তারা ইতিপূর্বে বাড়ির মালিকের কাছ থেকে জোর করে দখল করে এবং বাড়ির মালিককে বাড়িছাড়া করে। সন্ত্রাসীদের এই আস্তানাটি বাঙ্গালহালিয়া বাজার সেনা ক্যাম্পের মাত্র ২ শত গজের মধ্যে অবস্থিত।

মগ পার্টির অপর আস্তানাটি গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ায় অবস্থিত বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours