জুরাছড়িতে সেনাবাহিনীর মারধর ও আটকের শিকার দুই বাঙালি দোকানদার

হিল ভয়েস, ২৪ মে ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা সদরস্থ যক্ষাবাজারের দুই বাঙালি দোকানদার সেনাবাহিনীর মারধর ও আটকের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ (২৪ মে) যক্ষাবাজার সেনা ক্যাম্পের সেনা সদস্যদের কর্তৃক এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী দুই দোকানদার হলেন- কাপড়ের দোকানদার মোহাম্মদ আফসার আলী এবং ঔষুধের দোকানদার পল্লী চিকিৎসক তপন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার, সকাল ১০ টার দিকে যক্ষাবাজার সেনা ক্যাম্পের কম্যান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোশাররফ এর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সেনা টহল দল উক্ত দুই দোকানদারকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। ক্যাম্পের সেনা সদস্যরা উক্ত দুই দোকানদারকে ব্যাপক মারধর করে বলে জানা যায়।

জানা গেছে, সেনাবাহিনীর অভিযোগ, ওই দুই দোকানদারের কাছে কে বা কারা চাঁদা দাবি করেছে এবং তারা চাঁদা দিয়েছে। এরপর কে বা কারা ক্যাপ্টেন মোশাররফকে ফোন করে জানিয়েছে। আর এই কারণে সেনা সদস্যরা ক্যাম্পে নিয়ে গিয়ে দুই দোকানদারকে মারধর করেছে।

আর বিষয়টি সুস্পষ্ট ও মীমাংসা না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে জুরাছড়ি থেকে রাঙ্গামাটিতে কেউ মালামাল বিক্রি করতে নিয়ে যেতে পারবে না বলে ক্যাপ্টেন মোশাররফ নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

More From Author