ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আহ্বান বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের

হিল ভয়েস, ২০ মে ২০২৪, ঢাকা: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গসংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্রয়ের অন্যতম সভাপতি এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সংগঠনের অন্যতম সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য ও মধুমিতা বড়ুয়া, সভাপতি গীতা বিশ্বাস, মহানগর উত্তরের সভাপতি শ্যামলী মুখার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সকল ক্ষেত্রে নারীদের সমঅর্ধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা, দেশে চলমান সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নির্যাতন, ধর্ষণসহ সকল প্রকার বৈষম্য নিরসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সভায় উপস্থিত সকলের বক্তব্যে ব্যক্ত হয়, সংগঠনকে আরো গতিশীল করে আন্দোলন চালিয়ে যাওয়ার মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত এবং ঐক্য পরিষদের দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন- কনক বিশ্বাস, জয়ন্তী বর্মণ, প্রজ্ঞা পারমিতা রায়, শমিষ্ঠা দেব, মিনতি সরকার, নীলু বিশ্বাস, রমা রাণী কর্মকার, শিউলী রাণী কর, সীমা রাণী দে, রেবেকা সিংহ, অপর্ণা বিশ্বাস, প্রার্থনা রাণী ভৌমিক, শীলা রাণী সাহা, হ্যাপী দাশ, উদ্ধৃতি দাশ, উদিতা প্রাপ্তি বকশী, কানন রাণী সরকার, মৌসুমী চক্রবর্তী, মলি বেপারী, বিভা মজুমদার, কল্পনা দাস, অনিতা দাস, হৈমন্তি দাস, মাধুরী দাস, আরতী রাণী দাস, রুনু দাস ও ডা. শেফালী পাল প্রমুখ।

More From Author