৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস: দেশব্যাপী কর্মসূচি

হিল ভয়েস, ৭ আগস্ট ২০২৪, বিশেষ প্রতিবেদক: আগামী ৯ আগস্ট ২০২৫ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য সকল আদিবাসী জাতিগোষ্ঠীর ন্যায় বাংলাদেশে বসবাসকারী ৫৪টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠীর জনগণও দিবসটি উদযাপনের লক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

ঢাকা: ৯ আগস্ট ২০২৫, সকাল ১০টায়, রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জাতিসংঘ ঘোষিত এবছরের প্রতিপাদ্য ‘Indigenous Peoples and AI: Defending Rights, Shaping Futures’ এর অবলম্বনে বাংলাদেশ আদিবাসী ফোরামের এবছরের প্রতিপাদ্য হল- ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’।

চট্টগ্রাম: একই দিন বিকেলে চট্টগ্রাম শহরে বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৩টায় চট্টগ্রামের নন্দন কানন এলাকার বৌদ্ধ মন্দির চত্বরে জমায়েত ও র‌্যালি শুরু হবে। এরপর বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হল-এ অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর, ঐক্য ন্যাপ, চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন মাহিম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), চট্টগ্রাম এর নেতা আল কাদেরি জয়। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল এর সদস্য অনিল বিকাশ চাকমা।

রাঙ্গামাটি: একই দিন সকালে রাঙ্গামাটি শহরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন কমিটি, রাঙ্গামাটি এর উদ্যোগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র‌্যালি। রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে সকাল ৯টায় জমায়েত, সকাল ৯:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর কাল ১১:৩০টায় পৌরসভা প্রাঙ্গণ হতে রাজবাড়ির শিল্পকলা একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা (অব: উপসচিব) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৯৯নং রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। এছাড়া এতে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।

বান্দরবান: একই দিন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, বান্দরবান এর উদ্যোগে বান্দরবান শহরের রাজার মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জমায়েত, সকাল ৯:৩০টায় গণসঙ্গীত, সকাল ১০টায় আলোচনা সভা এবং দুপুর ১২:৩০টায় র‌্যালি। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও আদিবাসী চলচিত্র নির্মাতা ডা: মং উষাথোয়াই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও কথা সাহিত্যিক, দৈনিক আমাদের সময় এর নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। এছাড়া বক্তব্য রাখবেন স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি: একই দিন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি-২০২৫ এর উদ্যোগে খাগড়াছড়ি সদরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজশাহী: একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, আদিবাসী ছাত্র পরিষদ, রাবি, বাংলাদেশ গারো ছাত্র সংসদ, রাবি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর এবং আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় তনচংগ্যা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।

মৌলভীবাজার: একই দিন বাংলাদেশ আদিবাসী ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি।

কক্সবাজার: একই দিন বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে সমাবেশ, র‌্যালি ও বিক্ষোভ মিছিল।

তিন সংগঠনের কর্মসূচি: দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও কাপেং ফাউন্ডেশন যৌথ উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ৯ আগস্ট ২০২৫ রংপুর এবং রাজশাহী বিভাগের জেলায় জেলায় মিছিল ও সমাবেশ, ১২ আগস্ট ২০২৫ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে বিক্ষোভ সমাবেশ এবং ১৪ আগস্ট ২০২৫ নওগাঁ সদরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে র‌্যালি ও আলোচনা সভা। এসব কর্মসূচিতে তাদের উল্লেখযোগ্য দাবিসমূহ হল- বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আদিবাসীদের আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে, সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২.৩০ একর সম্পত্তি মূল মালিকদের ফিরিয়ে দিতে হবে এবং সেখানকার তিন ফসলী জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, জাতীয় সংসদ সহ সকল ক্ষেত্রে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ইত্যাদি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী আদিবাসীদের দীর্ঘদিনের সংগ্রাম ও যোগাযোগের প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ‘৯ আগস্ট’কে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বিশ্বব্যাপী আদিবাসী বিষয়টি জোরালোভাবে মনোযোগ আকর্ষণের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়ে এবং মানবাধিকার, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে আদিবাসী জনগণ কর্তৃক সম্মুখীন সমস্যাসমূহের সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে প্রথমে ১৯৯৫-২০০৪ খ্রি: সময়কে ‘প্রথম আন্তর্জাতিক আদিবাসী দশক’ এবং পরে ২০০৫-২০১৪ খ্রি: সময়কে ‘দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক’ হিসেবে ঘোষণা করে। পরে ২০০০ সালে জাতিসংঘে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম গঠন, ২০০১ সাল থেকে আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়র নিয়োগ, ২০০৭ সালে আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র গ্রহণ, ২০১৪ সালে সাধারণ পরিষদের বিশ্ব আদিবাসী সম্মেলন অনুষ্ঠিতকরণ ও তাতে ঐতিহাসিক ‘আউটকাম ডকুমেন্ট’ গ্রহণসহ বৈশ্বিক পর্যায়ে অনেক সাফল্য অর্জিত হয়। বিশ্বের সিংহভাগ দেশে আদিবাসীদের আত্মপরিচয় ও তাদের অধিকার সাংবিধানিকভাবে স্বীকার করা হলেও বাংলাদেশে এখনো তা স্বীকৃত হয়নি।

More From Author

+ There are no comments

Add yours