সেটেলার বাঙালি ও রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হিল ভয়েস, ২০ জানুয়ারি ২০২৬, বান্দরবান: আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ম্রো জনগোষ্ঠীর উপর রোহিঙ্গা শরণার্থী ও সেটেলার বাঙালিদের হামলার প্রতিবাদে আলীকদম সর্বস্তরের সচেতন জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং আলীকদম উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, জনসংহতি সমিতির আলীকদম শাখার সভাপতি দিলিপ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির ২নং চৈক্ষ্যং ইউনিয়ন শাখার সভাপতি পূ্র্ণ সেন তঞ্চঙ্গ্যা, ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান পার্বত্য জেলার সভাপতি চাহ্লামং মার্মা, পাচ্ছ ম্রো (কার্বারি জানালী পাড়া), মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট এর হেডম্যান উক্যচাইং মার্মা হেডম্যান প্রমুখ।

এই সময় বক্তারা, সন্ত্রাসী জাফর ও তার গং এর অপকর্ম বর্ণনা করেন এবং প্রশাসনের থেকে এর সুস্থ বিচার চান।

বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, আগামীতে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেভাবে নজর দেওয়া। পরে ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাংক্রাত ম্রোর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো।

মানববন্ধন শেষে আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আলীকদম উপজেলা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় এবং আলীকদম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

More From Author

+ There are no comments

Add yours