সাজেকে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্মকে গ্রেফতার, পরে মুক্তি

0
334

হিল ভয়েস, ১৯ জানুয়ারি ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক লক্ষ্মী বিকাশ চাকমা (২১) নামে এক নিরীহ জুম্মকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৩:০০ টার সময় তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারের শিকার যুবকটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকার মেদেয়ে চাকমার ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন দিন মজুর। তিনি সাজেকের মাচালং-এর ৬নং এলাকায় একজনের বাড়িতে দিন মজুর হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল বুধবার লক্ষ্মী বিকাশ চাকমা ব্রাকে চাকরিরত একজন ব্যক্তির কাগজপত্র নিয়ে মারিশ্যা থেকে মাচালং বাজার আসলে সেনাবাহিনী তাকে গ্রেফতার করে। সেনাবাহিনী উক্ত কাগজপত্রসহ তাকে মাচালং থানায় হস্তান্তর করে।

স্থানীয় মুরুব্বীরা নিরীহ যুবককে ছাড়িয়ে আনার চেষ্টা করলে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মা ব্যতীত কারো জিম্মায় ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে থানা থেকে জানিয়ে দেয়।

তবে আজ (১৯ জানুয়ারি) বিকাল ৫:০০ টার দিকে সাজেক থানার পুলিশ গ্রেফতারকৃত লক্ষী বিকাশ চাকমাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে বলে খবর পাওয়া গেছে।