সাজেকে সেনাবাহিনী কর্তৃক চার নিরীহ জুম্মকে আটক

0
494

হিল ভয়েস, ২৭ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নে গতকাল শনিবার ২৬ ডিসেম্বর ২০২০ বিকালে ৪:০০টার সময় চার জুম্মকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- ১. বিনয় চাকমা (৪৫) প্রাক্তন মেম্বার, পিতা-মৃত বিজয় কুমার চাকমা, গ্রাম-বাইবাছড়া; ২. অনিল চন্দ্র চাকমা (৪০) পিতা-আদেয়ে চাকমা, গ্রাম-বাইবাছড়া; ৩. বাট্টে চাকমা (৪৫), পিতা-দুলেয়ে চাকমা, গ্রাম-গুলকমাছড়া ও ৪. স্মৃতিময় চাকমা (৩৫), গ্রাম-গুলকমাছড়া।

স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, গতকাল বিকালে বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিকাল ৪:০০টার সময় ছোদগীছড়া মুসফিক ক্যাম্পের সেনা সদস্যরা গাড়ি আটকিয়ে তল্লাশি চালায়। এ সময় সেনারা একটি আঞ্চলিক রাজনৈতিক দলের প্রচারপত্র পাওয়া গেছে মর্মে কাহিনী সাজিয়ে উল্লিখিত চার নিরীহ জুম্মকে আটক কওে ক্যাম্পে রাখা হয়।

একই সময় ছদক চাকমা (২৬), পিতা-সুমতি লাল চাকমা ও বাবুধন চাকমা (২৬), পিতা-প্রাণনাথ চাকমা নামে দু’জন মোটর সাইকেল চালককে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর গতকাল রাত ১২:০০ টায় চার গ্রামবাসীকে সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। আজ রবিবার সকালে তাদেরকে রাঙামাটি জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে।