সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় সংস্কারপন্থী সুদর্শন চাকমা কর্তৃক ১৪ জন ত্রিপুরা গ্রামবাসীর জায়গা দখল

0
1437
ছবি : সুদর্শন চাকমা

হিল ভয়েস, ২৭ নভেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় সংস্কারপন্থী সন্ত্রাসী এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা কর্তৃক ১৪ জন ত্রিপুরা গ্রামবাসীদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, অনেক আগে রুইলুই ইউনিয়নের রুইলুই গ্রামে সুদর্শন চাকমা ১.০ একর জায়গা ক্রয় করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি ১৪ জন ত্রিপুরা গ্রামবাসীর প্রায় ৫.০ একর জায়গা নিজের মালিকাানাধীন বলে দাবি করছেন।

সুদর্শন চাকমা ও সেনাবাহিনীর অভিযোগ যে, ত্রিপুরা গ্রামবাসীদের মাচাংঘর নাকি পর্যটনের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে থাকে। তাই উক্ত ১৪ জন ত্রিপুরা গ্রামবাসীদেরকে ঘর নির্মাণ বা ঘর মেরামত করতে বাধা দেয়া হচ্ছে। বাঘাইহাট জোনের কম্যান্ডিং অফিসার (সিও)-এর যোগসাজশে গ্রামবাসীদের উপর চাপ দেয়া হচ্ছে বলে জানা গেছে।

রুইলুই গ্রামের ভুক্তভোগী ১৪ জন ত্রিপুরা গ্রামবাসী হচ্ছেন- মনি ত্রিপুরা, ওয়ার্ড খিসা ত্রিপুরা, রবি কুমার ত্রিপুরা (প্রাক্তন মেম্বার), হৃদয় মাষ্টার (ত্রিপুরা), বিজু মাষ্টার (ত্রিপুরা), পূর্ণ রঞ্জন ত্রিপুরা, পুলেন সেন ত্রিপুরা, তুপিনজয় ত্রিপুরা, মতি রঞ্জন ত্রিপুরা, দলেন ত্রিপুরা, সুদর্শন ত্রিপুরা, সাগর ত্রিপুরা, রাজ হালা কার্বারী (ত্রিপুরা) ও মনসা ত্রিপুরা।

বর্তমানে উক্ত নিরীহ গ্রামবাসীরা উচ্ছেদের ভয়ে চরম আতঙ্ক ও অনিশ্চিয়তার মধ্যে রয়েছে।