সাজেকে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম কিশোরী অপহরণের অভিযোগে মামলা

0
993

হিল ভয়েস, ১০ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় এক সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম কিশোরীকে (১৬) অপহরণ করার অভিযোগে সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল ৯ এপ্রিল ২০২১ ওই কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজেক থানায় এই মামলাটি দায়ের করেন। সাজেক থানায় মামলা নং-১।

মামলায় আসামী করা হয়েছে মো: নুরনবী কাওসার (২২), পিতা-মো: আবুল কাসেম মাঝি, গ্রাম-বাঘাইহাট, ৩৬ নং সাজেক ইউনিয়ন, ৪নং ওয়ার্ড, থানা-সাজেক, রাঙ্গামাটি সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘গত ০৪ এপ্রিল ২০২১ সকাল ৯:০০ টার দিকে নিজ বাড়ি রেতকাটাছড়া (দোপতা) থেকে বাঘাইহাট বাজারে যাওয়ার পর আমার কন্যা ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে ৭ এপ্রিল সাজেক থানায় জিডি (নং-১৪৯) করা হয়। পরে জানতে পারি যে, আমার কন্যাকে ৪ এপ্রিল সকাল ১০:০০ টায় বাঘাইহাট বাজার হতে মো: নুরনবী কাওসার অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামির সহযোগিতায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আসামিগণ বর্তমানে আমার কন্যাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় অজ্ঞাত স্থানে আটকে রেখেছে’।

এদিকে স্থানীয় জনগণ প্রশাসনের নিকট অপহৃতাকে উদ্ধারের দাবি জানিয়ে বাঘাইহাট বাজার বয়কটের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।