সাজেকের এক ব্যক্তিকে দীঘিনালা থেকে অপহরণ, ৫০ হাজার টাকার বিনিময়ে মুক্তি

0
1147

হিল ভয়েস, আগস্ট ২০২০, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালা বাসটার্মিনাল থেকে সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা মেরান ত্রিপুরা (৩২) নামে সাজেকের এক ব্যক্তিকে অপহরণের পর আজ সোমবার ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত মেরান ত্রিপুরার বাড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাটের হাজাছড়া গ্রামে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। তার পিতার নাম সবিরাম ত্রিপুরা।

জানা যায়, গতকাল ২ আগস্ট ২০২০ রবিবার মেরান ত্রিপুরা মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে দীঘিনালায় আসলে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারী সন্ত্রাসীদের হোতা জনপ্রিয় ও অসীম চাকমা তার মুক্তির বিনিময়ে পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে।

পরে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা ও মেম্বার দয়াধন চাকমার সুপারিশক্রমে ৫০ হাজার মুক্তিপণের বিনিমেয় আজ সোমবার (৩ আগস্ট) সন্ত্রাসীরা তাকে ছেড়ে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র: সিএইচটিনিউজ.কম