সংবাদপত্র, সঙ্গীতায়তনের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি ঐক্য পরিষদের

হিল ভয়েস, ২১ ডিসেম্বর ২০২৫, ঢাকা: সংবাদপত্র, সঙ্গীতায়তনের ওপর হামলার প্রতিবাদ, অনতিবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।

আজ রবিবার (২১ ডিসেম্বর) ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি ঐক্য পরিষদ এই দাবি জানায়।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার, ঐতিহ্যবাহী সঙ্গীতায়তন ছায়ানট ও উদীচী, ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভনসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বিভিন্ন স্থাপনার ওপর অতিসাম্প্রতিককালে সাম্প্রদায়িক দুর্বৃত্তদলের হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগে ধ্বংসের এবং বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরকে শারীরিক লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এক বিবৃতিতে পরিষদ বলেছে, স্বার্থান্বেষী দুর্বৃত্তমহল মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা, সংবাদপত্রের স্বাধীনতার এবং সুস্থ সংস্কৃতির ধারাকে রুদ্ধ করার বদ অভিপ্রায়ে পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে যা নিতান্তই উদ্বেগজনক। এসব প্রতিটি ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচন ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে পরিষদ জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা এবং তারপর সিঙ্গাপুরের হাসপাতালে ১৮ ডিসেম্বর মৃত্যু হলে দেশজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে একদল জনতা। ১৮ ডিসেম্বর দিবাগত রাতে দৈনিক প্রথম আলো, ডেইলী ষ্টার, ছায়ানটসহ বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

More From Author