শাবিপ্রবিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত

হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৫, সিলেট: আজ ৯ আগস্ট ২০২৫ বিকাল ৪ ঘটিকায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং লেকচারার এলোরে চাকমা।

ভাইস চ্যান্সেলর আদিবাসী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যারা আদিবাসী শিক্ষার্থী হিসেবে এখানে ভর্তি হয়েছ, সবাই মিলেমিশে চলবে। বড় ভাইদের সহযোগিতা নেবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং কোনো সময় হতাশ হবে না।”

প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই ভূখণ্ডে আমাদের সবার সমান অধিকার থাকবে। আমরা কেউ কাউকে ছোট করব না, বরং জাতির উন্নয়নে একত্রিত থাকব।”

কোষাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন থেকে আমরা দাবি জানাই- আদিবাসীরা যেন যথাযথ অধিকার পান এবং তাদের পরিচয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম (সিলেট) এর সভাপতি ও পাস্কপ-এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, ধরণী রাখায় আমরা এবং সিলেট এর সচিব আবদুল করিম কিম।

More From Author

+ There are no comments

Add yours