হিল ভয়েস, ২১ অক্টোবর ২০২৫, চট্টগ্রাম: ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স’র চট্টগ্রাম সার্কিট হাউজে আগামী ২২ অক্টোবর অনুষ্ঠেয় ১২তম সভা স্থগিত করা হয়েছে।
গত ১৯ অক্টোবর রোববার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও টাস্কফোর্সের সদস্য সচিব ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।
নোটিশে বলা হয়, আগামী ২২ অক্টোবর বুধবার সকাল ১১টায় টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমার সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ভারত প্রত্যাগত উপজাতীয়, শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের ১২তম সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।
আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সভা ঘোষণার পর থেকেই এটি নিয়ে সেনাবাহিনীর সমর্থিত সেটেলার বাঙালিদের বিভিন্ন সংগঠন নানা ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে সভাটি ভন্ডুল করার চেষ্টা চালিয়ে আসছে।
এর আগে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদসহ (পিসিসিপি) সচেতন ছাত্র-জনতা পার্বত্য ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করার ঘোষণা দেয় এবং আট দফা দাবিতে ১৪ অক্টোবর রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। পরদিন সংবাদ সম্মেলনে তারা ১৯ অক্টোবর হরতালের ডাক দেয়। তবে সভা স্থগিতের ঘোষণা এলে আন্দোলনকারীরা হরতাল প্রত্যাহার করেন।