লোগাঙের হারুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ইউপিডিএফের দখলে, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ

হিল ভয়েস, ২৮ মে ২০২৫, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হারুবিল গ্রামে অবস্থিত হারুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের পাঠদানসহ বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করতে হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের পাঠদান সহ বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হওয়ার কারণ হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের দোতলা ভবনটি সম্পূর্ণ পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দখলে রয়েছে।
গত ২৪ মে থেকে ৩০-৩৫ জনের ইউপিডিএফের সশস্ত্র একটি দল সেখানে অবস্থান নিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। লোগাঙের হারুবিল এলাকার বাসিন্দা তপন চাকমা (৪০) এবং তেতুলতলার বাসিন্দা আপন চাকমা (৪৫) উক্ত দলের নেতৃত্বে রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, লোগাং ইউনিয়নের হারুবিল, রূপসেন পাড়া, বটতল, মধুরঞ্জন পাড়া প্রভৃতি গ্রামের কয়েকশত শিক্ষার্থী হারুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু বর্তমানে সেখানে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা অবস্থান নেওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা যেতে পারছেন না এবং তাদের শ্রেণি কার্যক্রম চালাতে পারছেন না। অপরদিকে অভিভাবকরাও এমন অবস্থায় তাদের শিশুদের সেখানে যেতে দিতে নারাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা এভাবে কেবল বিদ্যালয়ে অবস্থান গ্রহণ করে না। তারা প্রায়ই গ্রামের সাধারণ মানুষদের বাড়িতেও সশস্ত্রভাবে অবস্থান করে এবং গ্রামবাসীদের বিপদের মুখে ঠেলে দেয়। গ্রামবাসীরা ভয়ে কিছু বলতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গ্রামবাসী বলেন, ইউপিডিএফের সাহস থাকলে তারা জঙ্গলে বা পাহাড় এলাকায় যায় না কেন? গ্রামের বাড়িতে বা স্কুলে অবস্থান নিয়ে ইউপিডিএফ সাধারণ জনগণকে এভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এবং নিরীহ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে কাপরুষের পরিচয় দিচ্ছে।

More From Author