লোগাং থেকে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ৩ জন নিরীহ গ্রামবাসীকে অপহরণ

0
137

হিল ভয়েস, ২৭ জুন ২০২৪, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন লোগাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাতিমারা গ্রাম থেকে তপন চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক তিনজন নিরীহ গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি গতকার বুধবার (২৬ জুন) বিকাল ৭:৩০ ঘটিকায় সংঘটিত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

স্থনীয় সূত্রে জানা গেছে যে, বুধবার সন্ধ্যায় তপন চাকমার নেতৃত্বে ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা লোগাংয়ের হাতিমারা গ্রাম থেকে চন্দ্রজিত চাকমা, নিহারিকা মা ও নিরারিকা বাপকে অপহরণ করেন।

অপহরনের কয়েক ঘন্টা পর সন্ত্রাসীরা নিহারিকা মাকে ছেড়ে দিলেও অপর দুইজনকে এখনো ছেড়ে দেয়নি।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।