হিল ভয়েস, ২৬ ডিসেম্বর ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলাধীন লামা উপজেলার ১ নং গজালিয়ার রাসুংগহ্ পাড়ায় আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ২:৪০ থেকে ৩:০০ ঘটিকার সময়ে দুই সেটেলার বাঙালি কর্তৃক ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টাকারীরা হলো: ১) মো. ফরিদ (১৯) ২) ফয়েজ আহম্মদ (২৩)। বর্তমানে অভিযুক্ত দুইজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র মোতাবেক, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ভূক্তভোগীর গ্রামে বড়দিন উপলক্ষে গীর্জায় একটি উৎসব আয়োজন করা হয়। উক্ত উৎসব শেষে তারা সকলে বাড়িতে চলে আসেন। পরে ভুক্তভোগীকে এক কক্ষে রেখে তার মা-বাবা পাশের কক্ষে ঘুমাতে যান।
অতপর রাত ২:৪০ থেকে ৩:০০ ঘটিকার সময়ে এক সেটেলার যুবক ঘরে ঢুকে শিশুটিকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার করতে থাকে। পরে হঠাৎ শিশুটির চিৎকারের বাবা-মায়ের ঘুম ভাঙে এবং মা-বাবা শিশুটির কক্ষে যান। তবে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পরে ভেড়া ভেঙে তারা শিশুটির কক্ষে প্রবেশ করেন।
তখন অভিযুক্ত ফরিদকে তাঁরা মেয়ের কক্ষে দেখতে পান।
ভুক্তভোগী শিশুটির ভাষ্য অনুযায়ী, তাকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করা হয়।
তখন গ্রামের আশে পাশে লোকজন এসে অভিযুক্তকে ধরে গ্রামের কারবারি আজারাং ত্রিপুরার কাছে নিয়ে যাওয়ার সময় আরেক সেটেলার বাঙালি ফয়েজ আহম্মদ তাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও হাতেনাটে ধরে ফেলে গ্রাম বাসীরা। সে ফরিদকে সহযোগিতা করার জন্য আসছে বলে স্বীকার করে এবং দুই সেটেলার বাঙালিকে গ্রামবাসীরা উত্তম-মধ্যম দেওয়ার পর সারারাত গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টায় অভিযোগে মামলা করেন বলে জানা যায়।
+ There are no comments
Add yours