লংগদুতে মুসলিম সেটেলারদের কর্তৃক জুম্মদের ফলজ ও বনজ গাছ ধ্বংস

0
1640

হিল ভয়েস, ৩০ জুন ২০২০, রাঙ্গামাটিরাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার ভাসন্যা আদাম ইউনিয়নের অন্তর্গত ১৬নং খাগড়াছড়ি মৌজার খাগড়াছড়ি গ্রামে জুম্ম গ্রামবাসীদের প্রায় ৫ একর পরিমাণ জায়গার ফলজ ও বনজ গাছপালা কেটে মুসলিম সেটেলাররা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২৯ জুন ২০২০ সকাল আনুমানিক ৯:০০ টা হতে দুপুর ২:০০ টার সময় এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ১৬নং খাগড়াছড়ি মৌজার খাগড়াছড়ি বাজার এলাকার বাঙালি সেটেলাররা আশেপাশের জুম্মদের ভূমিতে যখন তখন অনুপ্রবেশ, কাঠ সংগ্রহসহ ভূমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে গতকাল উক্ত সময়ে ২০-২২ জনের সেটেলার বাঙালিদের একটি দল দা, কুঠার, কীরিচ নিয়ে জুম্মদের ভোগদখলীয় ভূমিতে হানা দেয়।

জুম্মরা বাধা দেয়ার চেষ্টা করলেও সেটেলার বাঙালিরা জুম্মদের ভোগদখলকৃত উক্ত ভূমি বেদখলের উদ্দেশ্যে জোরপূর্বক জুম্মদের সৃজনকৃত ফলজ ও বনজ গাছপালা কেটে দেয় এবং জঙ্গল সাফ করে।

উক্ত ঘটনার পরপরই ১৬নং খাগড়াছড়ি মৌজার হেডম্যান অমর বিকাশ চাকমা ভাসন্যা আদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী’কে অবহিত করলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

উল্লেখ্য, গতকাল এক পর্যায়ে দুপুর ২:০০টার দিকে সেটেলার বাঙালিরা জুম্মদের ভূমিতে ফলজ ও বনজ গাছপালা কেটে ফেলা ও জঙ্গল পরিষ্কার করার কাজে ইস্তফা দিলেও তারা আবার আসবে বলে হুমকি দেয়। এমনকি পারলে ঠেকাতে বলেও জুম্মদের তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

ফলে, এ নিয়ে এলাকায় জুম্ম ও বাঙালি সেটেলারদের মধ্যে উত্তেজনা এবং সেটেলার বাঙালিদের কর্তৃক জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে লংগদু এলাকায় বিভিন্ন জায়গায় বাঙালি সেটেলারদের কর্তৃক জুম্মদের ভূমি জবরদখলের চেষ্টা জোরদার হয়েছে খবর পাওয়া যাচ্ছে। এনিয়ে একাধিক এলাকায় উত্তেজনা এবং জুম্মদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ২৪ ও ২৫ জুন ২০২০ তারিখও লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে উপজেলা ভূমি প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঙালি সেটেলাররা সদলবলে নবীনচান চাকমার মালিকানাধীন ও নিজ নামীয় জায়গায় জঙ্গল পরিষ্কার করে চারা রোপণের উদ্দেশ্যে গর্ত তৈরি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়নি।

অপরদিকে ভাসন্যা আদাম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় ভূমি বিরোধের জের ধরে স্থানীয় বাঙালি সেটেলাররা জুম্ম গ্রামবাসীদের জবাই করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছে এবং প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিরোধপূর্ণ এলাকায় চারা রোপণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে জুম্ম গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।