লংগদুতে এক জুম্মর বিয়ে অনুষ্ঠানে বিজিবি কম্যান্ডারের হয়রানি

0
404

হিল ভয়েস, ১৮ জানুয়ারি ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এক জোন কম্যান্ডার স্থানীয় এক চাকমার বিয়ে অনুষ্ঠান চলাকালে বরের বাবাকে ডেকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ ও অপমানজনক কথাবার্তা বলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৭ জানুয়ারি ২০২৩ ছিল গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা কালাচান চাকমার ছোট ছেলের বিবাহের দিন। বিবাহ অনুষ্ঠান চলাকালে বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে অনুষ্ঠানস্থলের পার্শ্ববর্তী শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনটি পিক-আপ ও ৭/৮টি মোটরবাইক যোগে বিজিবি’র ৩৫/৪০ জনের একটি দল নিয়ে উপস্থিত হন ৩৭ বিজিবি’র রাজানগর ব্যাটালিয়নের জোন কম্যান্ডার লেঃ কর্নেল শাহ মোঃ শাকিল আলম (পিএসসি)।

বিদ্যালয় মাঠে আসার সাথে সাথে জোন কম্যান্ডার লেঃ কর্নেল শাহ মোঃ শাকিল আলম বরের বাবা কালাচান চাকমাকে সেখানে ডেকে পাঠান। কালাচান চাকমা সেখানে উপস্থিত হলে জোন কম্যান্ডার তাকে নানা অপ্রাসঙ্গিক, হুমকিমূলক ও হয়রানিমূলক কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন।

এসময় জোন কম্যান্ডার লেঃ কর্নেল শাহ মোঃ শাকিল আলম কালাচান চাকমাকে বলেন যে, জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা তো সন্ত্রাসী। তুমি কেন তাকে দাওয়াত দিয়েছো? তার সাথে তোমার নিশ্চয় গভীর সম্পর্ক আছে। তা না হলে তুমি কেন তাকে বিয়েতে দাওয়াত দিলে? সে তো অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১২ জনের দল নিয়ে দাওয়াত খেতে আসছে।

কালাচান চাকমা এব্যাপারে জানেন না বলে উত্তর দিলেও লেঃ কর্নেল শাহ মোঃ শাকিল আলম আরও ‘আমাদের খবর দাওনি কেন?’, ‘বিয়েতে কতজনের আয়োজন করা হয়েছে’ ইত্যাদি নানা প্রশ্ন করেন এবং দূর্ব্যবহার করেন বলে জানা যায়।

শেষে সেখান থেকে চলে যাওয়ার সময় লেঃ কর্নেল শাহ মোঃ শাকিল আলম কালাচান চাকমাকে গ্রামের মুরুব্বি রতন মনি কার্বারিকে নিয়ে আগামী সোমবার (২৩ জানুয়ারি) বিজিবি জোনে গিয়ে তার কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে যান।

এই সময় বিয়ের অনুষ্ঠানে বাড়ির লোকজন ও আগত অতিথিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই এটাকে বিজিবি কম্যান্ডারের ক্ষমতার অপব্যবহার ও অমানবিক আচরণ এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক জুম্মদের জীবনধারায় যত্রতত্র হস্তক্ষেপ বলে অভিহিত করেন।