রোয়াংছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীকে আটক, নির্যাতনের পর মুক্তি

0
611

হিল ভয়েস, ১১ জুন ২০২১, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে ক্যাম্পে আটক করে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

প্রায় তিন ঘন্টা আটক ও ব্যাপক নির্যাতনের পর সেনাক্যাম্প থেকে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ ১১ জুন ২০২১ এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী কর্তৃক আটক ও নির্যাতনের শিকার গ্রামবাসীর নাম নিরোলাল তঞ্চঙ্গ্যা নিকো (৪২), পীং-বিমল তঞ্চঙ্গ্যা, গ্রাম-ওয়াগই পাড়া। নিরোলাল তঞ্চঙ্গ্যার পিতা বিমল তঞ্চঙ্গ্যা হচ্ছেন ওয়াগই পাড়ার কার্বারি (গ্রাম প্রধান)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২:০০ টার দিকে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য নিরোলাল তঞ্চঙ্গ্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেনাবাহিনী নিরোলাল তঞ্চঙ্গ্যাকে প্রায় তিন ঘন্টা যাবৎ আটক করে রাখে এবং ব্যাপক মারধর করে।

পরে বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে সেনাবাহিনী আটককৃত নিরোলাল তঞ্চঙ্গ্যাকে জখম অবস্থায় ক্যাম্প থেকে ছেড়ে দেয় বলে পারিবারিক সূত্রে খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী কী কারণে নিরোলাল তঞ্চঙ্গ্যাকে ক্যাম্পে নিয়ে গেলো এবং আটক রেখে মারধর করলো তা জানা যায়নি। তবে, এ নিয়ে এলাকার জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।