রোয়াংছড়িতে নও মুসলিম ত্রিপুরা গ্রামে নতুন সেনা ক্যাম্প স্থাপনের অভিযোগ

0
1639
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১৯ সেপ্টেম্বর ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে তুলাছড়ি নামক স্থানে নও মুসলিম ত্রিপুরাদের গ্রামের পাশে সেনাবাহিনী একটি নতুন সেনা ক্যাম্প স্থাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নতুন ক্যাম্পের পাশে একটি পাকা মসজিদও নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

ক্যাম্প নির্মাণ কাজ শুরুর পর প্রায়ই ক্যাম্পের আশেপাশের বিভিন্ন গ্রামের জুম্ম গ্রামবাসীদের বিনাপারিশ্রমিকে ও বিনামূল্যে গাছ, বাঁশ ও প্রয়োজনীয় জিনিসপত্র এনে ক্যাম্পে দিতে হচ্ছে বলে জানা গেছে।

পার্শ্ববর্তী লুইলাইন সেনা ক্যাম্প হতে তুলাছড়ি এলাকার দূরত্ব প্রায় সাড়ে তিন মাইল।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২২ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের প্রায় ৪০ জনের একদল সেনা সদস্য মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভ্যা মৌজার জল কুমার কার্বারি পাড়ায় গিয়ে সেখানে পরিত্যক্ত একটি ক্যাম্পে পুনরায় সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় বলে জানা যায়।

গত ২১ জুলাই ২০২২ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি মৌজার মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়সেন পাড়ায়ও একটি নতুন সেনা ক্যাম্প স্থাপনের অভিযোগ পাওয়া যায়। গত ৫ জুলাই ২০২২ মুসলিম সেটেলারদের কর্তৃক উক্ত জয়সেন পাড়ায় জুম্মদের ৩৭টি বাড়ি পুড়িয়ে দেয়ার পর সেনাবাহিনীর বিজিতলা সেনা সাবজোনের কম্যান্ডার মো: তাহসিনের নির্দেশে উক্ত সেনা ক্যাম্প স্থাপন করা হয় বলে জানা যায়।