রোয়াংছড়িতে অবৈধ পাথর জব্দ ও মেশিন ধ্বংস

0
875

হিল ভয়েস, ২৯ জুলাই ২০২০, বান্দরবান:  বান্দরবানের রোয়াংছড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আনুমানিক দুই হাজার ফুট অবৈধ উত্তোলিত বোল্ডার পাথর ও কংকর জব্দ এবং পাথর ভাঙ্গার একটি মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮জুলাই) দুপুরে রোয়াংছড়ির তুলাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান চালায়। এসময় পাথর উত্তোলন ও ভাঙ্গা শ্রমিকরা টের পেয়ে পালিয়ে যায়। তবে শ্রমিকদের কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানা যায়, বান্দরবানের বাসিন্দা আশরাফ নামে এক সওদাগর ফাঁকি দিয়ে বিনা অনুমতিতে পাঁচারের উদ্দেশ্যে অবৈধ পাথর উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাাহ আল জাবেদ এর নেতৃত্বে একদল পুূলিশ নিয়ে ঝিড়ি হানা দেয়। পরে সেখান থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় দুই হাজার ফুট বোল্ডার পাথর ও কংকর জব্দ করে। সাথে পাথর ভাঙ্গার একটি মেশিনও ধ্বংস করে দেয়া হয়।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন ধরে আশরাফ সওদাগর নামে এক পাথর ব্যবসায়ী ঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিভিন্ন জায়গায় পাঁচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তুলা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচারের উদ্দেশ্যে মজুদ রাখা পাথরস্তুপ আনুমানিক দুই হাজার ফুট পাথর জব্দ ও একটি মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যহত থাকবে।